• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৩০ টাকার জন্য খুন! তরুণকে কুপিয়ে মারল সহকর্মী

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– মাত্র ৩০ টাকা যে একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে তা কি কেউ ভাবতে পারে ? উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকার এই ঘটনায় অবাক সকলেই।  মৃতের নাম সোনু। তিনি কেটারিংয়ের কাজ করতেন। দুই অভিযুক্তের একজন রাহুল ছিল তাঁর সহকর্মী। সেই সময়ই তার কাছ থেকে টাকা ধার করেন সোনু। দাবি, বারবার চাওয়া সত্ত্বেও

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– মাত্র ৩০ টাকা যে একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে তা কি কেউ ভাবতে পারে ? উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকার এই ঘটনায় অবাক সকলেই। 

মৃতের নাম সোনু। তিনি কেটারিংয়ের কাজ করতেন। দুই অভিযুক্তের একজন রাহুল ছিল তাঁর সহকর্মী। সেই সময়ই তার কাছ থেকে টাকা ধার করেন সোনু। দাবি, বারবার চাওয়া সত্ত্বেও ৩০ টাকা ফেরত দেননি তিনি। এই নিয়েই বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে সমস্যা চলছিল। 

ঘটনার দিন দাদা হরিশকে সঙ্গে নিয়ে রাহুল পৌঁছয় সোনুর কাছে। এরপরই ৩০ টাকা নিয়ে শুরু হয় বিতণ্ডা। ক্রমে বিবাদ পৌঁছয় চরমে। এরপরই দুই ভাই ঝাঁপিয়ে পড়ে সোনুর উপরে। একটি ছুরি দিয়ে বারবার আঘাত করা হয় তাঁর পেটে। মাটিতে লুটিয়ে পড়েন সোনু। রক্তে ভেসে যেতে থাকে চারদিক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

Advertisement

Advertisement