• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

গবেষণাপত্রের মান খতিয়ে দেখবে ইউজিসি

গবেষণাপত্রগুলাের মান দিনদিন নিম্নগামী হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ইউজিসির লোগো(ছবি-ইউজিসি ওয়েবসাইট

পিএইচডি গবেষণাপত্রগুলাের গুণগতমান পর্যবেক্ষণ করে দেখার পরিকল্পনা করছে ইউজিসি।কমিশনের তরফে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলাে গত দশ বছরে যে ক’জনকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ,তাদের গবেষণাপত্রগুলির গুণগতমান পর্যবেক্ষণ করে দেখা হবে।

গবেষণাপত্রগুলাের মান দিনদিন নিম্নগামী হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি যে বিষয়গুলােতে গবেষণা করা হয়েছে , ফের সেই বিষয়গুলাে নিয়ে গবেষণা করা হচ্ছে বলে  অভিযােগ উঠেছে।

Advertisement

ইউজিসির এক আধিকারিক বলেছেন , ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলােয় জমা পড়া গবেষণাপত্র গুলাের গুণগতমান পর্যবেক্ষণ করে দেখার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র,রাজ্য,বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলাে থেকে গত দশ বছরে যাদেরকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে , তাদের গবেষণাপত্র গুলাে পর্যবেক্ষণ করে দেখা হবে।’

Advertisement

Advertisement