বৃহস্পতিবার দুপুরে দমদম বিমানবন্দরে পৌঁছান অবশ্য দুই কন্যা, তিতাস ও হৃষিতা।কলকাতা বিমানবন্দরে দুই মেয়েকে সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেরা তিতাস জানিয়েছেন, আপাতত জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি।
বাংলার মহিলা ক্রিকেটের নতুন তারকা তিতাস আরও বলেন, ‘‘জাতীয় দলের হয়ে খেলার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সামনেই আইপিএল রয়েছে। সেখানেও খেলার সুযোগ পেতে চাই। ছোটবেলা থেকে যাঁরা আমার খেলায় সমর্থন জুগিয়েছেন, এই সাফল্য তাঁদেরই উৎসর্গ করতে চাই।’’
বৃহস্পতিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জুনিয়র মহিলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মাস্টার শচীন তেন্ডুলকার। বোর্ড পুরো দলকে পাঁচ কোটি টাকা পুরস্কার দিয়েছে। এমনকী সিএবি বাংলার তিন মেয়েকে দিয়েছে পাঁচ লক্ষ টাকা।
Advertisement
Advertisement



