• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ওটিটি দুনিয়ায় পা রাখলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক 

কলকাতা ,২৮ জানুয়ারী — টলিউড হোক বা বলিউড, ওটিটি প্ল্যাটফর্মের কদর বাড়ছে  হু হু করে। ওটিটিতে হাতেখড়ি না হলে যেন পিছিয়ে পড়তে হচ্ছে। ।এই দৌড়ে বাদ নেই টলিউড তারকারাও। এবার ওটিটি দুনিয়ায় হাতেখড়ি হতে চলেছে কোয়েল মল্লিকের। মেয়ের হাত ধরে বাবা রঞ্জিত মল্লিকও পা রাখতে চলেছেন ওটিটি বৃত্তে। ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রঞ্জিত মল্লিকের বন্ধুস্থানীয়

কলকাতা ,২৮ জানুয়ারী — টলিউড হোক বা বলিউড, ওটিটি প্ল্যাটফর্মের কদর বাড়ছে  হু হু করে। ওটিটিতে হাতেখড়ি না হলে যেন পিছিয়ে পড়তে হচ্ছে। ।এই দৌড়ে বাদ নেই টলিউড তারকারাও। এবার ওটিটি দুনিয়ায় হাতেখড়ি হতে চলেছে কোয়েল মল্লিকের। মেয়ের হাত ধরে বাবা রঞ্জিত মল্লিকও পা রাখতে চলেছেন ওটিটি বৃত্তে।

ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রঞ্জিত মল্লিকের বন্ধুস্থানীয় হরনাথ চক্রবর্তী। তাঁর পরিচালিত ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে এই সিরিজের শ্যুটিং। এই সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকায়  করছেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক।
নিসপাল সিং-এর সুরিন্দর ফিল্মস-এর এই সিরিজের গল্প এগোবে অবসর নেওয়ার পর একজন প্রবীণ মানুষের জীবনযাত্রা নিয়ে। সিরিজের মধ্যমণি রঞ্জিতবাবু। তবে রঞ্জিত মল্লিকের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

Advertisement

Advertisement

Advertisement