• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

গণধর্ষণের মিথ্যে মামলার ক্ষতিপূরুন ১০ হাজার, দাবি জেল খাটা যুবকের 

লখনউ, ৪ জানুয়ারি– গণধর্ষণের একটি মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করে জেলে ঢুকিয়েছিল। দু বছর জেল খাটার পর আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছে। বছর তিরিশের সেই দিনমজুর এবার সরকারের কাছে ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। মামলাকারি তথা মিথ্যা মামলায় জেল খাটা ব্যক্তির নাম কান্তিলাল সিং ওরফে কান্টু। তিনি মধ্যপ্রদেশের রতলাম জেলার

লখনউ, ৪ জানুয়ারি– গণধর্ষণের একটি মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করে জেলে ঢুকিয়েছিল। দু বছর জেল খাটার পর আদালত তাঁকে বেকসুর খালাস করে দিয়েছে। বছর তিরিশের সেই দিনমজুর এবার সরকারের কাছে ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন।

মামলাকারি তথা মিথ্যা মামলায় জেল খাটা ব্যক্তির নাম কান্তিলাল সিং ওরফে কান্টু। তিনি মধ্যপ্রদেশের রতলাম জেলার বাসিন্দা। জেলা আদালতে গতকাল পুলিশ ও সরকারের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, চার বছর আগে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে অন্য দুই ব্যক্তির সঙ্গে কান্টুকেও গ্রেফতার করেছিল রতলাম জেলার পুলিশ।

Advertisement

কান্টুর অভিযোগ, চার বছর তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে পুলিশ। তাঁর স্ত্রী ও সন্তানরা অনাহারে কাটাতে বাধ্য হয়। চার বছরে তাঁর জীবন তছনছ করে দিয়েছে পুলিশ। কিন্তু ১০ হাজার কোটি টাকা কেন ক্ষতিপূরণ বাবদ চেয়েছেন, তার ব্যাখ্যা দেননি ত

Advertisement