• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জিম-মালিককে খুন করার পর সিসিটিভি ক্যামেরা খুলে নিলো দুষ্কৃতীরা

দিল্লি, ৩১ ডিসেম্বর– ভর সন্ধেবেলা অফিসে ঢুকে জিম-মালিককে গুলি করে খুন করল ৩ যুবক । খুন করার পর আবার অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরার সমগ্র ব্যবস্থাটিই খুলে সঙ্গে নিয়ে গেল তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকায় । মৃত ব্যক্তির নাম মহেন্দ্র আগরওয়াল। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি একাধিক জিম এবং স্পা-র মালিক। এছাড়াও

দিল্লি, ৩১ ডিসেম্বর– ভর সন্ধেবেলা অফিসে ঢুকে জিম-মালিককে গুলি করে খুন করল ৩ যুবক । খুন করার পর আবার অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরার সমগ্র ব্যবস্থাটিই খুলে সঙ্গে নিয়ে গেল তারা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকায় । মৃত ব্যক্তির নাম মহেন্দ্র আগরওয়াল। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি একাধিক জিম এবং স্পা-র মালিক। এছাড়াও জিমের সরঞ্জামও তিনি বিক্রি করতেন বলে জানতে পেরেছে পুলিশ। 

Advertisement

ঘটনার দিন অফিসে বসে কাজ করার সময় হঠাৎই আগ্নেয়াস্ত্র হাতে তিন যুবক অফিসে ঢুকে মহেন্দ্র আগারওয়ালকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। একটি গুলি মহেন্দ্রর মাথায় লাগায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনা সালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

Advertisement