১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’ । সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া কিশোর কুমার অভিনীত ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় ‘সার্কাস’ সিনেমা বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক। উপরোক্ত প্রত্যেকটি সিনেমায় নির্মল হাস্যরস উপহার দিয়েছেন অভিনেতারা। যার ছিটেফোঁটাও রোহিত শেট্টি পরিচালিত সিনেমায় পাওয়া যায় না।
গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ তা অনেকেরই জানা। সেই গল্পের সঙ্গে রোহিত জুড়ে দিয়েছেন নিজের ‘গোলমাল’ সিনেমার যমুনা দাস অনাথ আশ্রমের কানেকশন। সেখানে হয়ে যায় শিশুবদল। সেই সূত্রেই এগোতে থাকে রয় (রণবীর সিংয়ের দুই চরিত্রের নাম) আর জয়ের (বরুণ শর্মার দুই চরিত্রের নাম) কাহিনি। যার সূত্রধর মূরলী শর্মার চরিত্র।
Advertisement
ছয়ের দশকের প্রেক্ষাপটে কাহিনি সাজানো হয়েছে। তাতে রণবীর সিংয়ের অভিনয় বড়ই অতিরঞ্জিত।
Advertisement
Advertisement



