• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পরিচালক মারুথির পরবর্তী চলচ্চিত্রে সঞ্জয়, প্রভাস একসঙ্গে

চেন্নাই ,১৯ ডিসেম্বর — ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এ অধিরার চরিত্রে  অভিনয়ের জন্য তাঁকে এখনও স্মরণ করা হয়। ছবিটি বছরের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি এবং ভক্তরা প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে রকিং স্টার যশের সঙ্গে সঞ্জয় দত্তকে দেখতে পছন্দ করেছেন৷ এর ফলে দক্ষিণের আরও পরিচালকরা দত্তকে কাস্ট করতে চান। সঞ্জয় আবার পর্দায় জ্বলে উঠতে প্রস্তুত এবং এবার তাঁকে

চেন্নাই ,১৯ ডিসেম্বর — ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এ অধিরার চরিত্রে  অভিনয়ের জন্য তাঁকে এখনও স্মরণ করা হয়। ছবিটি বছরের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি এবং ভক্তরা প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে রকিং স্টার যশের সঙ্গে সঞ্জয় দত্তকে দেখতে পছন্দ করেছেন৷ এর ফলে দক্ষিণের আরও পরিচালকরা দত্তকে কাস্ট করতে চান। সঞ্জয় আবার পর্দায় জ্বলে উঠতে প্রস্তুত এবং এবার তাঁকে পরিচালক মারুথির সঙ্গে প্রভাসের আসন্ন ছবিতে দেখা যাবে। একটি প্রতিবেদন অনুসারে, ছবির নাম এখন প্রকাশ না করলেও সঞ্জয়কে প্রভাসের সঙ্গে পরিচালক মারুথির পরবর্তী চলচ্চিত্রের জন্য প্রস্তুত করা হয়েছে। নিবন্ধ অনুসারে, নেতিবাচক ভূমিকা নয় কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে সঞ্জয় দত্তকে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। মারুথি একটি সাক্ষাত্কারে নিশ্চিত করেছিলেন যে ছবিটি শুটিং জোরকদমে চলছে এবং পুরো শুটিং ভারতে হবে। সঞ্জয় দত্তকে পরবর্তী ‘থ্যালাপ্যাথি ৬৭’ ছবিতেও দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ এবং এতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয়। প্রভাসের কাছে এই মুহূর্তে ‘প্রজেক্ট কে’-এর শ্যুটও রয়েছে যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। অভিনেতাকে পরবর্তীতে ছবি ‘আদিপুরুষ’ মুক্তির অপেক্ষায়। ২০২৩-এর জুনে মুক্তি পেতে চলেছে প্রভাসকে পরবর্তী প্রজেক্ট ‘আদিপুরুষ’।

Advertisement

Advertisement