লখনউ, ১৮ ডিসেম্বর– একেবারে লাখপতি ভিখারি। জেক দেখে হতবাক পুলিশই। রাস্তার উপর বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন এক বধির ভিখারি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে। এরপরই ঘটল এক অদ্ভুত কাণ্ড! তাঁকে উদ্ধার করার তাঁর ফতুয়ার পকেট থেকে বেরিয়ে এল লাখ লাখ টাকা । যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের।
জানা গেছে, মোট ৩ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এবং সবকটিই ২০০০ টাকার নোট।
পরে জানা যায়, ওই ভিখারির নাম শরীফ বাউঙ্ক (৫০)। তিনি উত্তরপ্রদেশের পিপরাইচের বাসিন্দা। এই ঘটনার প্রেক্ষিতে এসএইচও মনোজ কুমার পাণ্ডে বলেছেন যে, ‘ওই বধির ভিক্ষুক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তাঁর পা ভেঙে গিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে বিআরডি মেডিকেল কলেজে ভর্তি করে। তাঁর ফতুয়ার পকেট থেকে সাড়ে তিন লক্ষেরও বেশি টাকা পাওয়া গেছে।’ জানা গেছে, বর্তমানে এই টাকা পুলিশের জিম্মায় রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



