মালদহ ,১৪ ডিসেম্বর — মৎস্যজীবীদের জালে এইবার মাছের জায়গায় ধরা পড়লো দৈত্যাকার কুমির। ঘটনাটি ঘটেছে মালদহে। কালিয়াচকের রাজনগর এলাকার পাশে রয়েছে গঙ্গা । মঙ্গলবার গভীর রাতে মৎস্যজীবীরা নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে সেখানে আটকা পড়ে কুমিরটি। পরে মৎসজীবীরা সেটিকে ডাঙায় তুলে এনে নদীপাড়ের কাছে একটি ফাঁকা জায়গা রাখে।
দৈত্যকার কুমিরটিকে দেখে মৎসজীবীরাও কিছুটা হতবাক হন। এদিকে কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই তা দেখার জন্য কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কুমির দেখে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। বুধবার সকালে খবর পেয়ে বনদফতরের কালিয়াচক রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। মোথাবাড়ি থানার পুলিশও সেখানে যায়। বনকর্মীরা জানিয়েছেন, কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
এর আগে নভেম্বরের শেষের দিকে মালদহের পুনরভবা নদী থেকে একটি দৈত্যাকার কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটি উদ্ধার করতে ১৫ দিন ধরে মহানন্দ, পুনরভবা নদীর উপর নজরদারি চালিয়েছিল গাজল ফরেস্ট রেঞ্জের বনদফতর। অবশেষে হবিপুর ব্লকের পুনরভবা নদী থেকে উদ্ধার করা হয় কুমিরটিকে।
Advertisement
Advertisement



