চন্ডিগড়, ১২ ডিসেম্বর– মাত্র ২ বস্তা গম চুরির অপরাধে চোরকে পিছমোড়া করে ট্রাকের সামনে ইঞ্জিনের সঙ্গে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল পাঞ্জাবে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মুক্তসরে। সূত্রের খবর, বস্তা ভর্তি গম নিয়ে মুক্তসরের রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এক যুবক তা দেখতে পেয়ে সুযোগ বুঝে ট্রাকের ভেতর থেকে দুটি গমের বস্তা সরিয়ে নেয়। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যায় তার সেই চুরি। বস্তা সরানোর সময়ই ট্রাকের চালক এবং হেল্পার দেখে ফেলে তাকে। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে দুজন।
Advertisement
শাস্তি দিতে ওই যুবককে পিছমোড়া করে বেঁধে ফেলে তারা। তারপর ট্রাকটির ইঞ্জিনের সামনে তাকে আটকে বেশ কিছু দূর গাড়ি চালিয়ে এগিয়ে যায়। চলন্ত গাড়িতে বাঁধা অবস্থাতেই ঝুলতে থাকে ওই যুবক। পরে সেই যুবকের কি হয় তা অবশ্য জানা যায়নি।
Advertisement
Advertisement



