• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের নীচে ঢুকে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত ৫, জখম ৪

মুম্বাই, ১৮ নভেম্বর– মুম্বই-পুণে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের নীচে ঢুকে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ আরোহীর।আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার জন। বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার খোপোলির কাছে। পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে পুণে থেকে মুম্বইয়ে যাচ্ছিলেন ৯ জন। গাড়ির প্রচণ্ড গতিতে ছিল। হাইওয়ের বাঁ দিকের লেন ধরেই গাড়িটি এগোচ্ছিল। কিন্তু খোপোলির

মুম্বাই, ১৮ নভেম্বর– মুম্বই-পুণে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের নীচে ঢুকে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ আরোহীর।আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার জন। বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার খোপোলির কাছে।

পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে পুণে থেকে মুম্বইয়ে যাচ্ছিলেন ৯ জন। গাড়ির প্রচণ্ড গতিতে ছিল। হাইওয়ের বাঁ দিকের লেন ধরেই গাড়িটি এগোচ্ছিল। কিন্তু খোপোলির কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটির সামনেই ছিল একটি ট্রেলার। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রচণ্ড গতিতে ট্রেলারে পিছনে ধাক্কা মেরে তার নীচে ঢুকে যায়। ওই অবস্থায় বেশ কিছুটা এগিয়েও যায় ট্রেলারটি। তার পরই ট্রেলার ছেড়ে চম্পট দেন চালক।

পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন, ওয়াসিম কাজি (৩৮), আব্দুল খান (৩২)। তাঁরা দু’জনে কুর্লার বাসিন্দা। অনিল সানাপ (৪০) পুণের বাসিন্দা। আশুতোষ গডকর (২৩), তিনি আন্ধেরীতে থাকতেন। কামোঠের বাসিন্দা রাহুল পান্ডে (৩০)।

Advertisement

Advertisement

Advertisement