দেশে দু’চাকার গাড়ি বিক্রি বাড়ল। গত ২০২৪ সালের মে মাসে দু’চাকার গাড়ি থেকে ২০২৫ সালের মে মাসে বিক্রি অনেকটাই বেড়েছে। ফলে যাত্রীবাহী গাড়ির বাজার কিছুটা ধাক্কা খেলেও গাড়ি শিল্পকে আশার আলো দেখাচ্ছে দু’চাকার গাড়ির বাজার।
সম্প্রতি গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম এই তথ্য দিয়েছে। বিভিন্ন গাড়ি বিক্রি সংস্থাগুলির শোরুমে যে গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। সেই হিসেবের নিরিখে ওই সর্বভারতীয় সংগঠন দাবি করেছে, পাইকারি বাজারে গাড়ি বিক্রি অনেকটাই বেড়েছে।
প্রসঙ্গত, এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সুষ্ঠু বর্ষা হবে। এর ফলে সামগ্রিক ফসল উৎপাদন বাড়লে চাঙ্গা হবে অর্থনীতি। পাশাপশি, গত কয়েক মাসের তফাতে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। যেহেতু এই রেটের উপর অনেকটাই নির্ভর করে গাড়ি ঋণের সুদের হার, তাই সুদ কমলে আরও বেশি করে গ্রাহক গাড়ি কেনার দিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়ামের হিসেব অনুযায়ী, সার্বিকভাবে দু’চাকার গাড়ি বিক্রি বেড়েছে। ২০২৪ সালের মে মাসে দুই চাকার গাড়ি বিক্রি হয়েছিল প্রায় ১৬ লক্ষ ২০ হাজার। আর গত মাসে তা দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ ৫৬ হাজারে। গত বছর মে মাসে যেখানে স্কুটার ও স্কুটির বিক্রি ছিল ৫ লক্ষ ৪১ হাজার, সেখানে গত মাসে বিক্রি হয়েছে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার। গত মাসে মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ ৩৯ হাজার। সিয়াম জানাচ্ছে, এই সংখ্যায় বিরাট কোনও হেরফের হয়নি। তুলনায় যাত্রীবাহী গাড়ি বিক্রির বাজার খুবই নিম্নমুখী। চলতি ২০২৫ সালের মে মাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার। অথচ এক বছর আগে অর্থাৎ ২০২৪-এর মে মাসে সেই অঙ্ক ছিল প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার।
যদিও গাড়ি প্রস্তুতকারক এই সংগঠনের কর্তারা জানিয়েছেন, যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে মে মাসের বাজার যে খুব ভালো যায়, এমন নয়। বরং গত বছরের তুলনায় বিক্রি সামান্য কমলেও মোটের উপর বিক্রিবাটা ঠিকই আছে। চলতি অর্থবর্ষের বাকি সময়ে বাজার আরও ভালো যাবে বলে আশা তাঁদের। দেশজুড়ে ভালো বর্ষার সম্ভাবনা সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।