• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রভাবশালি তকমা দিয়ে অনুব্রতকে জেলেই রাখত চাইল সিবিআই, তদন্তের শেষ কবে জানতে চাইলো আদালত 

আসানসোল,২৯ অক্টোবর — শনিবার আসানসোল আদালতে অনুব্রত মন্ডলের জামিনের বিরোধিতা করে সিবিআই।সিবিআইয়ের দাবি অনুব্রত জামিন পেলে নিজের প্রভাব খাটিয়ে সমস্ত প্রমান ও সাক্ষী লোপাটের চেষ্টা করবে।এবং পুরো তদন্ত প্রক্রিয়ার ওপর প্রভাব পড়বে।পাল্টা সওয়াল করে অনুব্রতর আইনজীবীরা বলেন, আমাদের মক্কেল রাজনীতিক এবং তিনি যে অপরাধে দোষী সব্যস্ত হয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হোক ,তিনি প্রভাবশালী

আসানসোল,২৯ অক্টোবর — শনিবার আসানসোল আদালতে অনুব্রত মন্ডলের জামিনের বিরোধিতা করে সিবিআই।সিবিআইয়ের দাবি অনুব্রত জামিন পেলে নিজের প্রভাব খাটিয়ে সমস্ত প্রমান ও সাক্ষী লোপাটের চেষ্টা করবে।এবং পুরো তদন্ত প্রক্রিয়ার ওপর প্রভাব পড়বে।পাল্টা সওয়াল করে অনুব্রতর আইনজীবীরা বলেন, আমাদের মক্কেল রাজনীতিক এবং তিনি যে অপরাধে দোষী সব্যস্ত হয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হোক ,তিনি প্রভাবশালী এই তকমা দিলে তাকে সারাজীবন এই তকমা নিয়েই চলতে হবে।তারা ও বলেন তিনি যতদিন না রাজনীতি ছাড়বেন ততোদিন এই তকমা নিয়েই চলতে হবে।সিবিআই কি সেই উদ্দেশ নিয়েই চলছে ?

এদিন সিবিআইয়ের উদ্দেশে বিচারক প্রশ্ন করেন, আপনাদের তদন্ত শেষ করতে ঠিক কত দিন লাগবে? জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, এখনই নির্দিষ্ট করে তা বলা যাচ্ছে না। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির দাবি, তদন্তের কাজ দ্রুততার সঙ্গে চলছে।

Advertisement

এদিন সওয়াল-জবাবের পরে কিছুক্ষণ রায়দান স্থগিত রাখে আদালত। তারপর আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক ফের অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১১ নভেম্বর কেষ্টকে ফের আদালতে তোলা হবে।

Advertisement

Advertisement