বুধবারের প্রার্থী ঘোষণা থেকে স্পষ্ট নির্বাচন জিততে কতটা মরিয়া গেরুয়া শিবির। বেশ কিছু পরিবর্তন করা হয়েছে প্রাথীদের নির্বাচন স্থানে। শিমলা আরবানের বিধায়ক ভরদ্বাজ এবার লড়বেন কুসুমটি থেকে, অন্যদিকে নূরপুরের বদলে পার্শ্ববর্তী বিধানসভা ফতেপুরে দাঁড়াবেন পাঠানিয়া।
হিমাচলে বিজেপির এবারের প্রার্থী তালিকায় শিক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকার ৬২ জন প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশ স্নাতক বা স্নাতকোত্তর। এছাড়াও তালিকায় রয়েছেন পাঁচজন মহিলা প্রার্থী। শিডিউল কাস্ট বা জনজাতি গোষ্ঠী থেকে ১১জন প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে উপজাতি গোষ্ঠী থেকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে আটজনকে।
Advertisement
১১ জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি ২০১৭ সালের নির্বাচনে হারের কারণে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধূমলকেও টিকিট দেওয়া হয়নি। এদিকে আসন্ন হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে ৪৬ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। আজ দলের সভাপতি নির্বাচনের ডামাডোলের আগে ৪৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। আগামী ৮ ডিসেম্বর ভোট গণনা হবে। বর্তমান রাজ্যে ধীরে ধীরে প্রচার প্রক্রিয়ায় গতি বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি।
Advertisement
Advertisement



