তাইপেই- প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূলীয় অঞ্চল। ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্থানীয় হুয়ালিয়ান প্রদেশে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভগ্নপ্রস্থ কমপক্ষে চারটি বাড়ি ভেঙে পড়েছে। ওপরের অংশ সাংঘাতিকভাবে কংক্রিটের ওপর ঝুলে রয়েছে, যে কোনও মূহুর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
Advertisement
ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। জখম বহু। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নীচ থেকে পাঁচজনকে টেনে বের করেছে। এখনও নিখোঁজ ১৪০ জন। দমকলের কর্মীরা মই করে ওপরের অংশগুলির বাসিন্দাদের নিকটে পৌঁছে তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Advertisement
Advertisement



