পাকিস্তানের গ্রেটার ইকবাল এলাকার এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। পারিবারিক এই অনুষ্ঠানে হাত ধোয়ার জন্য বোতল দেওয়া হয়েছিল।
হোটেলের এক কর্মচারীর দেওয়া ওই বোতল থেকে আহমেদ নামে এক নাবালক হাত ধোয়। প্রথমে বুঝতে পারেনি সে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই হঠাৎ হাতের বিভিন্ন অংশ জ্বলে যায়। যন্ত্রণায় চিৎকার শুরু করে সে। অন্যদিকে আড়াই বছরের আর এক শিশু সেই অ্যাসিড খেয়ে বিপত্তি ঘটায়।
Advertisement
Advertisement
Advertisement



