• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা-সহ ১৩ জনের যাবজ্জীবন

চেন্নাই ,২৭ সেপ্টেম্বর — ২০২০ সালের ২৬ অগস্ট বিজেপি নেতার অফিসে ধর্ষণ করা হয়েছিল ১৬ বছরের কিশোরীকে।এই অপরাধে মোট অভিযুক্ত  ২১ জন। এদের মধ্যে রয়েছেন  বিজেপি  নেতা ,পুলিশ ও সাংবাদিক। স্থানীয় ওই বিজেপি নেতার নাম জি রাজেন্দ্রন ,  সাংবাদিক বিনোবাজি। কিশোরীকে ধর্ষণের পর  তাকে দেহ ব্যবসায়  নামতে বাধ্য করার অভিযোগে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চেন্নাইয়ের পকসো আদালত।

প্রতীকী চিত্র

চেন্নাই ,২৭ সেপ্টেম্বর — ২০২০ সালের ২৬ অগস্ট বিজেপি নেতার অফিসে ধর্ষণ করা হয়েছিল ১৬ বছরের কিশোরীকে।এই অপরাধে মোট অভিযুক্ত  ২১ জন। এদের মধ্যে রয়েছেন  বিজেপি  নেতা ,পুলিশ ও সাংবাদিক। স্থানীয় ওই বিজেপি নেতার নাম জি রাজেন্দ্রন ,  সাংবাদিক বিনোবাজি। কিশোরীকে ধর্ষণের পর  তাকে দেহ ব্যবসায়  নামতে বাধ্য করার অভিযোগে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চেন্নাইয়ের পকসো আদালত। ধর্ষণের পর সেই নাবালিকাকে একটি পানশালায় পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তাকে টাকার  বিনিময়ে  শরীর দিতে বাধ্য করা হয়। এই জঘন্যতম কাজে পুলিশইনস্পেক্টর সহ পাঁচ-সাত জন যুক্ত ছিলেন 

২০২০ সালের এই মামলায় মোট অভিযুক্ত ছিল মোট ২১ জন। বাকি আট জনকে পাঁচ বছর করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।চেন্নাইয়ের পকসো আদালত নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে দোষী সাব্যস্ত ২১ জনকে দু’লক্ষ টাকা করে দিতে হবে মেয়েটিকে। ১৫ দিনের মধ্যে এই টাকা মেটানোর জন্য তামিলনাড়ু পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে পকসো আদালত।

Advertisement

Advertisement