• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তালিত গ্রামের ঐতিহ্যবাহী  ‘দালান মা’র পুজো খুব জাগ্রত 

বর্ধমান ,২৫ সেপ্টেম্বর — তালিত গ্রামের সাথে জড়িয়ে আছে বহু পুরানো ইতিহাস।দালান মা এই গ্রামের ভট্টাচার্য বাড়ির আরাধ্যা। নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে দালান মায়ের আরাধনা করা হয় প্রতিবছর। এখানে প্রতিমার কাঠামো প্রায় সাড়ে তিনশো বছরের। যার কোনও পরিবর্তন হয়নি এখনও। রথযাত্রার দিন গঙ্গা মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এক চালায় ধীরে ধীরে

বর্ধমান ,২৫ সেপ্টেম্বর — তালিত গ্রামের সাথে জড়িয়ে আছে বহু পুরানো ইতিহাস।দালান মা এই গ্রামের ভট্টাচার্য বাড়ির আরাধ্যা। নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে দালান মায়ের আরাধনা করা হয় প্রতিবছর। এখানে প্রতিমার কাঠামো প্রায় সাড়ে তিনশো বছরের। যার কোনও পরিবর্তন হয়নি এখনও। রথযাত্রার দিন গঙ্গা মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এক চালায় ধীরে ধীরে রূপ পায় দেবী। আদিলগ্নে দেবীকে আরাধনা করা হত ইটের তৈরি দালানে। বর্তমানে দেবীর জন্য বড় পাথর বসানো মন্দির তৈরি হলেও দেবীর ‘দালান মা’ নামের কোনও পরিবর্তন হয়নি। দালান মা দুর্গা পূর্ব বর্ধমানের  চারশ বছরের পুরনো অন্যতম ঐতিহ্যবাহী ও সাবেকি পুজো ।

  এই পুজোর সূচনা করেছিলেন বর্ধমান রাজার আমন্ত্রণে আসা কালীপ্রসন্ন ভট্টাচার্য। শোনা যায়, তালিতের ভট্টাচার্যদের বাড়ির পুজো দেখতে এসেছিলেন সাধক কমলাকান্ত এবং মা সারদাদেবী। এক আসনে বসে পুজো এখানকার অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ পুরোহিত পুজো করতে করতে আসন থেকে ক্ষণিকের জন্যও উঠতে পারবেন না। এটাই এই বনেদি বাড়ির পুজোর নিয়ম।

Advertisement

Advertisement

Advertisement