দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি, রুখতে ‘অপারেশন মেঘচক্র’

Written by SNS September 24, 2022 5:08 pm

দিল্লি, ২৪ সেপ্টেম্বর– দেশে সংক্রমের আকার ধারণ করেছে শিশু পর্নোগ্রাফি। পুলিশ থেকে সিবিআই সবার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে শিশুদের পর্নোগ্রাফি তথা চাইল্ড পর্নের মাথারা। তাই এবার সেই মাথাদের ধরতে ‘অপারেশন মেঘচক্র’ শুরু করল সিবিআই। দেশজুড়ে বড় অভিযানে নেমেছে সিবিআই । ১৯টি রাজ্যের ৫৬টি জায়গায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তল্লাশি চালাচ্ছে। 

সিবিআইয়ের কাছে খবর আসে, ভারতে শিশু পর্নোগ্রাফির একাধিক চক্র কাজ করছে। রীতিমতো কোটি কোটি টাকার ব্যবসা চলছে বলে জানতে পারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। ইন্টারপোলের সিঙ্গাপুরের আধিকারিকদের কাছে তথ্য পেয়ে এই অভিযানে নামে সিবিাই।

কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য, স্যোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিদের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের যুক্ত করা হচ্ছে পর্নোগ্রাফিতে। প্রথমে তাদের দিয়ে ফুটেজ তুলিয়ে নেয় মেঘের আড়ালে থাকা মাথারা। তারপর তাকে ব্যবহার করে একদিকে চলে যৌন উপাদান তৈরির কাজ। সেইসঙ্গে টাকা চেয়ে ব্ল্যাকমেল করা হয় ওই কিশোর-কিশোরীদের। সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি রুখতে এটাকেই সবচেয়ে বড় অভিযান বলছে সিবিআই।