• facebook
  • twitter
Monday, 15 December, 2025

প্রায় ৮৮ বার ‘শিবা’ ডাক ! ব্রহ্মাস্ত্রে গুনতে ব্যস্ত নেটিজেনরা

মুম্বাই, ১৬ সেপ্টেম্বর– সারা বিশ্বে তিনশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’। তা নিয়ে এখনও চর্চা অব্যাহত। তবে এবার এই ছবির আরেকটি জিনিস নিয়ে এবার চর্চা তুঙ্গে।  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কতবার রণবীরকে শিবা বলেছেন আলিয়া? তা গুনতে ব্যস্ত নেটিজেনদের একাংশ। বলিউডের হাল ফেরাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। এমনটাই দাবি করছেন অনেকে। তবে এ ছবি যেন গৌরচন্দ্রিকা মাত্র। আর তাতে

মুম্বাই, ১৬ সেপ্টেম্বর– সারা বিশ্বে তিনশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’। তা নিয়ে এখনও চর্চা অব্যাহত। তবে এবার এই ছবির আরেকটি জিনিস নিয়ে এবার চর্চা তুঙ্গে।  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কতবার রণবীরকে শিবা বলেছেন আলিয়া? তা গুনতে ব্যস্ত নেটিজেনদের একাংশ।

বলিউডের হাল ফেরাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। এমনটাই দাবি করছেন অনেকে। তবে এ ছবি যেন গৌরচন্দ্রিকা মাত্র। আর তাতে শিবার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। এই শিবার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর । আর আলিয়া রয়েছেন ইশার চরিত্রে। প্রথম দেখাতেই ইশার প্রেমে পড়ে যায় শিবা। ইশাও যেন মন্ত্রমুগ্ধের মতো শিবার সফরসঙ্গী হয়ে যায়। 

Advertisement

সংলাপ বলতে গিয়ে একাধিকবার শিবা নামটি উচ্চারণ করেছেন। তবে তা এতবার বলা হয়েছে যে নেটিজেনদের চর্চায় বিষয়বস্তু হয়ে গিয়েছে। একজন ঠাট্টার ছলে গোনার যন্ত্রের ছবি আপলোড করে দাবি করেছেন, আলিয়া অন্তত ৮৮ বার শিবা বলেছেন। একজন আবার ভিডিও শেয়ার করে জানাতে চেয়েছেন আলিয়ার সংলাপ লিখতে গিয়ে চিত্রনাট্যকারের কেমন অবস্থা হয়েছিল।

Advertisement

Advertisement