• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

তৃণমূল বিধায়ক তাপসের রায়ের গলাতে শোনা গেল অন্য সুর

উত্তর ২৪ পরগনা,৪সেপ্টেম্বর — উত্তর ২৪ পরগনার বরানগরের এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাপস রায়। বক্তৃতা দিতে উঠে তিনি বলেন, ‘হয়তো আর কয়েকটা বছর বা একবছরের বেশি রাজনীতিতে থাকব না। রাজনীতি কি এবার ছেড়ে দেবেন তৃণমূলের বিধায়ক তাপস রায় ? নাকি দল ছাড়বেন তিনি? রবিবাসরীয় বিকেলে এমন চর্চা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে। তাপস রায়ের

উত্তর ২৪ পরগনা,৪সেপ্টেম্বর — উত্তর ২৪ পরগনার বরানগরের এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাপস রায়। বক্তৃতা দিতে উঠে তিনি বলেন, ‘হয়তো আর কয়েকটা বছর বা একবছরের বেশি রাজনীতিতে থাকব না। রাজনীতি কি এবার ছেড়ে দেবেন তৃণমূলের বিধায়ক তাপস রায় ? নাকি দল ছাড়বেন তিনি? রবিবাসরীয় বিকেলে এমন চর্চা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে। তাপস রায়ের এই ভিডিও নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, কেন এমন বললেন তিনি? শুধু দল ছাড়বেন না রাজনীতি থেকে অবসর নেবেন? যদিও কোনো কথাই  তিনি পরিষ্কার ভাবে বলেন নি।  শুধু বলেছেন সময় হলে জানিয়ে দেব।

Advertisement

Advertisement