• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিহারের সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে নোটের পাহাড়

পটনা, ২৭ আগস্ট– পদে তিনি সরকারি ইঞ্জিনিয়ার। মাসিক যায় মেরে-কেটে ৫০ এর কাছাকাছি। আর তার ঘরেই কিনা কোটি-কোটি টাকার পাহাড়।  বিহারের সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ৪ কোটি টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা।  বিহারের কিষানগঞ্জ ডিভিশনের রুরাল ওয়ার্ক ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার রাইয়ের বাড়িতে শনিবার হানা  দেয় তদন্তকারি অফিসারেরা।  Advertisement Advertisement

পটনা, ২৭ আগস্ট– পদে তিনি সরকারি ইঞ্জিনিয়ার। মাসিক যায় মেরে-কেটে ৫০ এর কাছাকাছি। আর তার ঘরেই কিনা কোটি-কোটি টাকার পাহাড়।  বিহারের সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ৪ কোটি টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। 

বিহারের কিষানগঞ্জ ডিভিশনের রুরাল ওয়ার্ক ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার রাইয়ের বাড়িতে শনিবার হানা  দেয় তদন্তকারি অফিসারেরা। 

Advertisement

Advertisement