• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সন্তানদের সামনেই স্ত্রীকে টেন-হিঁচড়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল স্বামী

মুম্বই, ২৩ আগস্ট — মুম্বইয়ের বাসাই রেলস্টেশনের সিসিটিভি  ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ফুটেজ । এই ভিডিও ফুটেজ ভোর ৪টের । সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্টেশনের প্ল্যাটফর্মে   ঘুমোচ্ছেন এক মহিলা। কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে দেখা যায় ওই মহিলাকে টেনে তুলে কথাবার্তা বলছেন। ওই ব্যক্তিই সম্ভবত মহিলার স্বামী। প্ল্যাটফর্মে আরও দুই শিশুকে দেখা গেছে যারা সম্ভবত ওই

moing train

মুম্বই, ২৩ আগস্ট — মুম্বইয়ের বাসাই রেলস্টেশনের সিসিটিভি  ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ফুটেজ । এই ভিডিও ফুটেজ ভোর ৪টের । সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্টেশনের প্ল্যাটফর্মে   ঘুমোচ্ছেন এক মহিলা। কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে দেখা যায় ওই মহিলাকে টেনে তুলে কথাবার্তা বলছেন। ওই ব্যক্তিই সম্ভবত মহিলার স্বামী। প্ল্যাটফর্মে আরও দুই শিশুকে দেখা গেছে যারা সম্ভবত ওই দম্পতিরই সন্তান। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পরে যা ঘটল তা শিউরে ওঠার মতোই।

ভিডিওতে দেখা গেছে, দূর থেকে ট্রেন আসছে। প্ল্যাটফর্মের কাছাকাছি ট্রেন আসতেই ওই ব্যক্তি সেই মহিলাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেয়। দুরন্ত গতির ট্রেন পিষে দিয়ে যায় ওই মহিলাকে। এরপরে দুই শিশুর হাত ধরে প্ল্যাটফর্ম ছেড়ে পালাতে দেখা যায় ওই ব্যক্তিকে।

Advertisement

স্টেশন থেকে পালিয়ে প্রথমে দাদারে গিয়ে লুকিয়ে ছিল অভিযুক্ত, পরে সেখান থেকে কল্যাণে পালিয়ে যায়। সন্ধের পরে ভিওয়ান্ডি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

Advertisement

Advertisement