• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

সকাল সকাল কালীঘাট মন্দিরে তাপসী পান্নু

  কলকাতা ১৯ আগস্ট — ছবির প্রচারে গতকালই কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী  তাপসী পান্নু ।তাঁর ছবি ‘দোবারা’ মুক্তি পেতে চলেছে।  আজ সকাল সকাল তাঁকে কালীঘাট মন্দিরে  পুজো দিতে দেখা গেল। তাপসীর সঙ্গে ছিলেন একতা কাপুরও। মধ্য কলকাতার একটি হোটেলে কাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন একতা এবং তাপসী। সেখানে বলিউডের ‘বয়কট ট্রেন্ড’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপের নায়িকা।

তাপসী পান্নু (ছবি: ফেসবুক | @Taapsee Pannu)

  কলকাতা ১৯ আগস্ট — ছবির প্রচারে গতকালই কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী  তাপসী পান্নু ।তাঁর ছবি ‘দোবারা’ মুক্তি পেতে চলেছে।  আজ সকাল সকাল তাঁকে কালীঘাট মন্দিরে  পুজো দিতে দেখা গেল।
তাপসীর সঙ্গে ছিলেন একতা কাপুরও। মধ্য কলকাতার একটি হোটেলে কাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন একতা এবং তাপসী। সেখানে বলিউডের ‘বয়কট ট্রেন্ড’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপের নায়িকা। ‘মেরি কম’ ছবির প্রসঙ্গ টেনে এনে তাঁর দাবি, ‘কাউকে এতটাও ভয় দেখানো উচিত নয়, যে তার ভয়ই ফুরিয়ে যায়।’বয়কট গ্যাং সারাক্ষণ বয়কট বয়কট বলে চেঁচিয়ে এই নিয়ে ভয় একেবারেই দূর করে দিয়েছে বলে দাবি তাঁর।তাপসী আরও জানিয়েছেন, কলকাতায় এলে তিনি কখনওই মিষ্টি খেতে ভোলেন না। কালীঘাটে পুজো দেওয়াও মিস করেন না তিনি,প্রসঙ্গত, আজ ১৯ অগস্ট মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা।’ ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

Advertisement

Advertisement