ছিল ১৮। এবার দাঁড়াল ১৭। ভোট দেওয়ার জন্য যুব সমাজকে আর ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার এক বছর আগেই তারা কালী আঙুলে লাগিয়ে ভোট দেওয়ায় এলিজাবেল।
১৭ বছর বয়স পেরোনোর পরই এখন থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য দরখাস্ত জমা করা যাবে।
Advertisement
তবে অগ্রিম আবেদন করলেও ভোটার তালিকা সংশোধনের সময় হিসাব মতো পরের বছর অন্তত ১ জানুয়ারি যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম তোলা হবে। ভোটার তালিকায়।
Advertisement
অর্থাৎ ভোটার হওয়ার বয়স ১৮-ই থাকছে। ধরা যাক, কেউ এখন আবেদন করলেন। কিন্তু ধরেই নেওয়া যায় ১.১.২০২৩-এ তাঁর বয়স ১৮ হবে না।
ফলে তাঁর নাম তখন ভোটার তালিকায় উঠবে না। কিন্তু পরে বয়স ১৮ হওয়া মাত্র তালিকায় নাম উঠে যাবে।
কিন্তু এখন আবেদন করতে বাধা রইল না। চলতি নিয়মে ১ জানুয়ারি ১৮ উত্তীর্ণরাই শুধু আবেদন করতে পারতেন।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সব রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের নতুন নিয়ম চালু করার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন।
নতুন নিয়ম চালুর কথা আজ কমিশন একটু আগে ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, এখন থেকে প্রতি তিনমাস অন্তর খসড়া ভোটার তালিকা সংশোধন করা হবে।
সেই মতো ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ১৮ উত্তীর্ণদের নাম ভোটার তালিকায় তোলা হবে। একই সঙ্গে বছরে চারবার ঠিকানা পরিবর্তন, ভুল ত্রুটি সংশোধনের সুবিধাও পাওয়া যাবে।
কমিশন ভোটার তালিকার সঙ্গে আধার সংযোগের কাজও শুরু করতে আধার যাচ্ছে। এ জন্য নতুন একটি ফর্ম ৬-বি চালু করছে কমিশন। না হওয়ার কারণে কারও ভোটাধিকার বাতিল হবে না। ভোটার তালিকায় নাম আগের মতোই থাকবে।
Advertisement



