মদও ইস্যু বিহার বিহার ভােটে

জাতপাত তো বটেই এবারের বিহারের ভােটে ইস্যু হয়েছে জল-বিদ্যুৎ ইত্যাদিও। কিন্তু তাই বলে সুরাপান ইস্যু?

Written by SNS Patna | October 29, 2020 1:23 pm

বিহার ভােট (Photo: IANS)

বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিহারে ভােটগ্রহণ। সতর্কতা ও সাবধানতা নিয়েই এবার ভােট দিয়েছেন, প্রথম ৭১ আসনের ভোটাররা। সকাল থেকে দেখা গিয়েছে নানা মজার ছবিও। সাইকেলে করে ভােট দিতে এসেছেন মন্ত্রী, এমন দৃশ্যও দেখা গিয়েছে। অন্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ যখন জানাচ্ছেন, উন্নয়ন করেছে বর্তমান সরকার তাই জয় অনিবার্য।

জাতপাত তো বটেই এবারের বিহারের ভােটে ইস্যু হয়েছে জল-বিদ্যুৎ ইত্যাদিও। কিন্তু তাই বলে সুরাপান ইস্যু? না, কোনও নেতা সুরা বা মদ্যপান নিয়ে ভাষণ দেননি। বরং নীতীশ কুমারের বিহার থেকে মদ বিদায় করা নিয়ে প্রচার হয়েছে। প্রকাশ্যে না হলেও গােপনে সুরাবিদায়ের বিপক্ষে আওয়াজ উঠেছে।

বিহারে মদের ব্যবসা ছিল মূলত যাদব ও রাজপুতদের। ব্যবসা বন্ধ হওয়াতে এরা বিস্তর চটেছে। কাজেই নেতিবাচক হলেও মদ্যপান বিহারের নির্বাচনের একটা প্রচার তাে বটেই।