• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোটের ৪৮ ঘণ্টা আগে ভোল পাল্টে যশবন্তকে সমর্থন জানালেন কেজরি

শনিবারের বারবেলায় কেজরি সরকারের চমক। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের ঘোষণা করলাম।

শনিবারের বারবেলায় কেজরি সরকারের চমক। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের ঘোষণা করলাম।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে দিল্লি ও পাঞ্জাবের শাসকদল ১৮০ ডিগ্রি ঘুরে ঘোষণা করে দিল, তারা সমর্থন করবে যশবন্ত সিনহাকে।

Advertisement

শনিবার আপের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের সাংসদ বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন যশবন্ত সিনহাকে।

Advertisement

আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘আমরা দ্রৌপদী মুর্মুর প্রতি শ্রদ্ধাশীল কিন্তু দল সমর্থন করবে বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকে। রাষ্ট্রপতি ভোটে প্রথমে ১৭ টি দল মিলে বৈঠক করেছিল।

শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধিরা রাজি না হওয়ায় যশবন্ত সিনহার নাম চূড়ান্ত হয় দ্বিতীয় বৈঠকে।

পরে ১৮ তম দল হিসেবে যশবন্তকে সমর্থন জানায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি তথা টিআরএস। এদিন আপের সমর্থনের পর ১৯ টি দল হল।

অন্যদিকে ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, মায়াবতীর শাসকদল আদিবাসী প্রশ্নে দ্রৌপদীকে সমর্থনের কথা ঘোষণা করে।

তা ছাড়া অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির শরিক দলের মধ্যেও সে ভাবে ঐক্য গড়ে ওঠেনি। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসৈনিকরা তো দ্রৌপদীকে ভোট দেবেনই।

অপরদিকে উদ্ধবও একপ্রকার বাধ্য হয়েছেন এনডিএ প্রার্থী সমর্থন করতে। এখন দেখার আপ সরকারের যশবন্তকে সমর্থন ঘোষণা বিরোধী শিবিরকে কোন লাভটা পৌঁছায়।

Advertisement