• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তাজমহলকে তেজমহল বানাব, ফের হুঙ্কার বিনয় কাটিয়ারের

দিল্লি- ফের লাগামছাড়া মন্তব্য করে বসলেন বিজেপির বিতর্কিত সাংসদ বিনয় কাটিয়ার। তাজমহলে রামলীলা নিয়ে বিতর্কের রেশ মেটেনি, তার মধ্যেই তাজমহলকে তেজমহল বানানোর কথা বলে আদার উত্তাপ বাড়িয়েছেন তিনি। উল্লেখ্য, উস্কানিমূলক মন্তব্যে করার জন্যই বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন বিতর্কিত এই সাংসদ। চলতি মাসের দশ দিনের তাজ মহোৎসব অনুষ্ঠানে রাম নিয়ে নৃত্যনাটিকার আয়োজন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

তাজমহলের প্রবেশ মূল্য বাড়ল

দিল্লি- ফের লাগামছাড়া মন্তব্য করে বসলেন বিজেপির বিতর্কিত সাংসদ বিনয় কাটিয়ার। তাজমহলে রামলীলা নিয়ে বিতর্কের রেশ মেটেনি, তার মধ্যেই তাজমহলকে তেজমহল বানানোর কথা বলে আদার উত্তাপ বাড়িয়েছেন তিনি।

উল্লেখ্য, উস্কানিমূলক মন্তব্যে করার জন্যই বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন বিতর্কিত এই সাংসদ। চলতি মাসের দশ দিনের তাজ মহোৎসব অনুষ্ঠানে রাম নিয়ে নৃত্যনাটিকার আয়োজন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

ফলে উৎসবের শুরুর দিন থেকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠবে তাজমহল চত্বরে। বিরোধীরা এবিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। এরই মধ্যে বিনয় কাটিয়ারের মন্তব্য ‘তাজ উৎসব হোক বা তেজ তাতে কি আসে যায়? সেখানে আগে মন্দির ছিল। আওরঙ্গজেব তা ভেঙে মসজিদ বানান। সেখানে আবার মন্দিরই হবে’।

Advertisement

Advertisement