হাওড়া বাড়ি ছেড়ে পালিয়ে আসা পাঁচ কিশোর উদ্ধার হাওড়া স্টেশন থেকে। নেপাল থেকে পালিয়ে আসা ওই পাঁচ কিশোরকে উদ্ধার করে হাওড়া জিআরপি। হাওড়া জিআরপি গোপন সূত্রে খবর পায় যে পাঁচ জন কিশোর নেপালে তাদের বাড়ি থেকে পালিয়ে হাওড়া গামী ট্রেনে উঠেছে।
এই খবরের ভিত্তিতে আজ , সোমবার হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে জাল বেছায় হাওড়া জিআরপি। ডাউন কামরূপ এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেন থেকে নামা যাত্রীদের মধ্যে থেকে উদ্ধার করা হয় ওই পাঁচ কিশোরকে।
Advertisement
এরপর তাদের বাড়ির লোকদের খবর পাঠানো হয়। আপাতত পাঁচ কিশোর রয়েছে। পুলিসের হেফাজতে। তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নেপাল থেকে রওনা দিয়েছে তাদের বাড়ির লোক জোন। পুলিশ সূত্রে ওই পাঁচ কিশোরের পরিচয় জানা গিয়েছে । তাদের নাম আরিয়ান ঝাঁ , প্রতুম অটল , অভন সজসপতি , নীতেশ রাজবংশী , প্রিঞ্চ রাজবংশী।
Advertisement
Advertisement



