• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবিতে সরব অভিষেক

মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কুরুচিকর মন্তব্য করার পরই তার গ্রেপ্তারির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Kolkata: TMC General Secretory Abhishek Banerjee at a press meet in Kolkata on Monday 07 June, 2021. (Photo: Kuntal Chakrabarty/ IANS)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কুরুচিকর মন্তব্য করার পরই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এই দাবি জানিয়েছেন তৃণমূল নেতা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করেন তিনি।

Advertisement

বলেন, বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা-মায়ের ঠিকানা নেই নাকি!

Advertisement

যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা? স্বাভাবিকভাবে তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।

বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে প্রধানমন্ত্রীকে উদ্দেশে অভিষেক লেখেন, এধরনের ভুলভাল কথা বলা ব্যক্তিদের এবার গ্রেপ্তার করা উচিৎ।

বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পর্কে বিজেপি নেতারা এভাবে কথা বলেন?

তিনি আরও লেখেন, রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো মানুষজন। তাঁদের নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই নেই।

Advertisement