• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রতারণার ওপর নজরদারির আশ্বাস মানস ভুঁইয়ার

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে প্রতারণা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়করা।যা উত্তরে সমস্যা সমাধানের আশ্বাস দেন ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া।

বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা বাড়ছে রাজ্যে। তা সে মোবাইল ফোন নিয়ে প্রতারণাই হোক কিংবা পাউরুটির দাম নিয়ে।

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই প্রতারণা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়করা। যার উত্তরে সমস্যা সমাধানের আশ্বাস দেন ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া।

Advertisement

এদিন উদযন গুহ প্রশ্ন রাখেন, ফোনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তরে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, সরকার এই বিষয়ে বিশেষজ্ঞ টিমের পরামর্শ নিচ্ছে।

Advertisement

সিম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছু সতকর্তা অবলম্বন করা হচ্ছে। সার্ভিস প্রোভাইডারকে নির্দেশসহ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে এদিন বিধানসভায় ইদ্রিস আলি অভিযোগ করেন, পাউরুটির দামে, ওজনে এবং মানে লোক ঠকাচ্ছে কিছু পাউরুটি মালিক।

মন্ত্রী মানস ভূঁইয়্যা বলেন, এই দুর্নীতি রুখতে তিনি তাঁর দফতরকে নির্দেশ দেবেন দাম ও কোয়ালিটি যাচাই করে রিপোর্ট দিতে। মানস ভূঁইয়্যা বলেন, কোনও মূল্যেই মানুষ ঠকানো যাবে না।

Advertisement