• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একবালপুরে উদ্ধার যুগলের দেহ

মাত্র দিন তিনেক আগেই রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন এক দম্পতি। থাকছিলেন একবালপুরের কার্ল মাক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাটে।

dead body.(photo:https://pixabay.com)

মাত্র দিন তিনেক আগেই রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন এক দম্পতি। থাকছিলেন একবালপুরের কার্ল মাক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাটে। বুধবার রাতে সেখান থেকেই উদ্ধার তাঁদের ঝুলন্ত দেহ।

বন্ধ ঘরে পচা গন্ধ বেরনোয় পুলিশকে খবর দিয়েছিলেন আশপাশের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা। পুলিশ বুধবার রাতে সেখানে পৌঁছয়।

Advertisement

দরজা ভেঙে ভিতরে ঢুকে যুগলের দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে।

Advertisement

যদিও পুলিশ জানিয়েছে, এর নেপথ্যে অন্য কারও হাত আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।২৯ বছরের দীনেশ কুমার এবং ১৯-এর সঙ্গীতা কুমার রাজস্থানের বাসিন্দা।

সম্প্রতিই তাঁরা কলকাতায় ‘বেড়াতে’ এসেছিলেন বলে সূত্রের খবর। গত সোমবার থেকে তাঁরা কার্লমাক্স সরণির ওই ফ্ল্যাটে থাকছিলেন।

অন্যত্র থাকার ভাল জায়গা না পাওয়ায় কলকাতাতেই এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। পুলিশ দীনেশদের ওই বন্ধুর খোঁজ পেয়েছে। তাঁর নাম রনজিৎ সাউ।

নজিৎই তাঁদের থাকার ব্যবস্থা করেছিলেন একবালপুরের ওই ফ্ল্যাটে। পুলিশ এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওই জোড়া দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।

Advertisement