• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে

ফের নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও গত কয়েকদিন ধরে এ রাজ্যে করোনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফের নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও গত কয়েকদিন ধরে এ রাজ্যে করোনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

Advertisement

যদিও কয়েকদিন আগে করোনা আক্রান্তের সংখ্যা ৫০-এর মধ্যেই ঘোরাফেরা করছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় এ রাজ্যে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisement

তবে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এ রাজ্যে ২১ হাজার ২০৫ জন মারা গিয়েছেন। ১৯ লক্ষ ৯৮ হাজার ৩৬০ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৩১ জন।

Advertisement