পৌর নির্বাচন নিয়ে এবার রাজ্যপালও মাঠে নামলেন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠালেন জগদীপ ধনকড়। পৌর নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছেন তিনি।
রবিবার রাজ্যপাল টুইটে জানান, রাজ্যজুড়ে ভোটের পরিস্থিতি উদ্বেগজনক। হিংসা, বিশৃঙ্খলা ও পক্ষপাতমূলক নির্বাচন হয়েছে। নির্বাচনের পদ্ধতিগত ব্যর্থতার পরিপ্রেক্ষিতে আগামীকাল সকাল ১০টার আগে যে কোনও সময় রিপোর্ট দিতে হবে।
Advertisement
উল্লেখ্য, পুরভোটের আগেও রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবনে উভয়ের মধ্যে পৌর নির্বাচন নিয়ে এক ঘণ্টা বৈঠক হয়।
Advertisement
বৈঠকের পরে রাজ্যপাল লিখিতভাবে নির্বাচন কমিশনারকে নিজের মনোভাব জানিয়ে একটি চিঠি পাঠান।
তখন তিনি জানিয়েছিলেন সংবিধানের নির্দেশ থেকে কমিশনের কোনও বিচ্যুতি যেন না হয়। কিন্তু এদিন দিনভর জেলায় জেলায় তাণ্ডবের অভিযোগ উঠেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই তলব।
Advertisement



