বিয়ের অনুষ্ঠানে যত খুশি নিমন্ত্রণে ‘না’ নবান্নের

কোভিড বিধির আওতায় ৫০ জনকে নিয়েই পালন করতে হবে বিয়েবাড়ি – সহ সব সামাজিক অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Written by SNS Kolkata | January 3, 2022 11:36 am

Let's go pandal hopping!

কোভিড বিধির আওতায় ৫০ জনকে নিয়েই পালন করতে হবে বিয়েবাড়ি-সহ সব সামাজিক অনুষ্ঠান। সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

সামাজিক অনুষ্ঠানে ৫০ জনকে নিয়ে পালন করার পাশাপাশি খেয়াল রাখতে হবে সুরক্ষার দিকেও।

সঠিক ভাবে মাস্ক পরে এবং দূরত্ব বজায় রেখে পালন করতে হবে যে কোনও সামাজিক অনুষ্ঠান। তবে বছরের পৌষ মাসে বিয়ের লগ্ন না থাকলেও মাঘ মাস থেকে বিয়ের চাপ বাড়তে পারে ১৫ই জানুয়ারি পর্যন্ত।

পরে সেই মর্মেই বজায় থাকা বিধিনিষেধ যদি আরও বাড়ানো হয় তা হলে বিয়ে বাড়িগুলিতে চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ২২ থেকে ২৬ জানুয়ারি বিয়ের তারিখ আছে।

২৩ এবং ২৬ জানুয়ারি ছুটি থাকায় অনেকেই বিয়ের তারিখ হিসেবে এই দিন দু’টিকে বেছে নিয়েছেনজ্ঞইতিমধ্যেই অনেকগুলি বিয়ে বাড়িরই, জায়গা থেকে খাবার দাবারের ব্যবস্থা পাকা হয়ে আছে।

এই মুহূর্তে এই ঘোষণা এই অনুষ্ঠানগুলির জন্য জটিলতা ডেকে আনল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, কারও মৃত্যু হলে ২০ জনকে নিয়ে শবযাত্রা যেতে পারে বলেও ঘোষণা করা হয়েছে।