• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রামকে নিয়ে তাজ মহোৎসব শুরু হওয়া নিয়ে বিতর্ক

আগ্রা- ভগবান রামকে নিয়ে এবার তাজ মহোৎসব শুরুর উত্তরপ্রদেশের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাজমহলের পূর্ব গেটে শিল্পগ্রামে ১৮ থেকে থেকে ২৭ ফেব্রুয়ারি বসতে চলেছে এবারের তাজ উৎসব। এতদিন পর্যন্ত তাজ মহোৎসব শুরু হত মুঘল সংস্কৃতিকে উদ্ধৃত করেই। এবার সেখানে আনা হচ্ছে ভগবান রাম সংক্রান্ত নাটক। আর বিতর্ক তাই নিয়েই।Advertisement উত্তরপ্রেদেশ সরকারের এক শীর্ষ কর্তা

তাজমহলের প্রবেশ মূল্য বাড়ল

আগ্রা- ভগবান রামকে নিয়ে এবার তাজ মহোৎসব শুরুর উত্তরপ্রদেশের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

তাজমহলের পূর্ব গেটে শিল্পগ্রামে ১৮ থেকে থেকে ২৭ ফেব্রুয়ারি বসতে চলেছে এবারের তাজ উৎসব। এতদিন পর্যন্ত তাজ মহোৎসব শুরু হত মুঘল সংস্কৃতিকে উদ্ধৃত করেই। এবার সেখানে আনা হচ্ছে ভগবান রাম সংক্রান্ত নাটক। আর বিতর্ক তাই নিয়েই।

Advertisement

উত্তরপ্রেদেশ সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মুঘল পরম্পরাকে পুরোপুরি ছেঁটে ফেলে রামচন্দ্রের জীবনীভিত্তিক নাটক দিয়েই শুরু হবে তাজমহোৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে এই নৃত্যনাট্য পরিবেশন করবেন শ্রীরাম কলাকেন্দ্রের শিল্পীরা।

Advertisement

স্থানীয় অফিসাররাই তাজ মহোৎসবের দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রাম নায়েককেও।

উল্লেখ্য তাজমহল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছেই না যোগী সরকারের। এর আগে সঙ্ঘ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাজমহল আসলে একটি হিন্দু স্থাপত্য। পরে অবশ্য যোগী আদিত্যনাথ তাজ চত্বরে ঝাড়ু দিয়ে সেই ড্যামেজ মারামতির চেষ্টা করেছিলেন।

Advertisement