• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

ভারতীয় বায়ুসেনার নতুন উপপ্রধান হলেন এয়ার মার্শাল রাকেশকুমার সিংহ

১৯৮০ সালের ১৫ জুন রাকেশকুমার ভারতীয় সেনাবাহিনীতে যােগ দেন

এয়ার মার্শাল রাকেশকুমার সিংহ ভাদুরিয়া ভারতীয় বায়ুসেনার নতুন উপপ্রধানের দায়িত্ব পেলেন।জানা গিয়েছে,২০১৮ সালের ১ অক্টোবর উপপ্রধানের দায়িত্ব থেকে অবসর নেন এয়ার মার্শাল শিরিষ বাবান দেও। এরপর এতদিন ধরে সেই পদ সামলে আসছিলেন অনিল খােশলা।কিন্তু ৩০ তারিখ নতুন উপপ্রধানের দায়িত্ব দেওয়া হল রাকেশকে।

১৯৮০ সালের ১৫ জুন রাকেশকুমার ভারতীয় সেনাবাহিনীতে যােগ দেন।তাঁর প্রায় ২৬ ধরনের যুদ্ধবিমান চালানাে এবং আকাশে প্রায় ৪২৫০ ঘণ্টার অভিজ্ঞতাও রয়েছে।তিনি বাংলাদেশের কম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেন বলে জানা গিয়েছে।রাকেশকুমার এককালে বায়ুসেনার জাগুয়ার স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসারের পদও সামলেছেন।পাশাপাশি,তিনি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজসও উড়িয়েছেন।তাঁকে ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’,‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ এবং ‘বায়ু সেনা মেডেল’-এর মতাে একাধিক পুরস্কারে ভূষিত করেছে বায়ুসেনা।

Advertisement

Advertisement

Advertisement