বাংলার যুব জাতীয় দলের প্রাক্তন কোচ তমাল দাস সোমবার প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৭৪ বছর। দুই কন্যা বর্তমান। কোলকাতা ময়দানে দীর্ঘদিন বাটা দলের হয়ে যেমন ফুটবল খেলেছেন।
তেমনি আবার বাটা, কালীঘাট, বেহালা ইউথ ও মিলন বীথির কোচ হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। দু বার জাতীয় যুব দলে বাংলার কোচ ছিলেন। তার প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
Advertisement
Advertisement



