সোমবারই দেশের সর্বোচ্চ আদালত পরিবেশ বান্ধব বাজি নিয়ে ছাড়পত্র দিয়েছিল, তার পাশাপাশি মামলাকারীকে পরিবেশ বান্ধব বাজি নিয়ে কোনও অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট জানাতে নির্দেশ ধরেই হাইকোর্টে দিয়েছিল।
এই সুত্র মামলাকারী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে পরিবেশ বান্ধব বাজিতে বিধিনিষেধ চেয়ে মামলা দাখিল করেন। যার শুনানি আজ অর্থাৎ বুধবার সকালে রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে।
Advertisement
এই বিবেচনাধীন মামলা নিয়ে চরম আগ্রহের দিকে তাকিয়ে আতশবাজি উন্নয়ন সমিতি। পাশাপাশি পুলিশের তরফেও বাড়তি আগ্রহ রয়েছে। কেননা পুলিশি অভিযানের ক্ষেত্রে আদালতের নির্দেশিকা গুরুত্বপূর্ণ অবস্থান করছে। বেআইনি বাজি বন্ধের আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন মামলাকারী।
Advertisement
Advertisement



