গত ১২ অক্টোবর নবান্নের চোদ্দতলার ছাগে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ঠিক ওপরের অংশের ছাদ থেকেই গলগল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। দমকল কিছুক্ষণের মধ্যে গিয়েই বিষয়টি সামাল দেয় ওইদিন।
তবে ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল পূর্ত দফতরের ওপর। শুক্রবার ওই ঘটনার জন্য নিজেদের দফতরের কাজের গাফিলতির কথাই স্বীকার করে নিল পূর্ত দফতর। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সেখানে দেখা গিয়েছে ছাদে টার্ফেল শিট বসানোর কাজ চলছিল।
Advertisement
তা থেকেই মোবাইল টাওয়ারের কিয়স্কে আগুন লাগার ঘটনা ঘটে। প্রসঙ্গত নবান্নের ছাদে টার্ফেল শিট বসানোর কাজ করছে পূর্ত দফতর। প্রবল তাপের মাধ্যমে এই শিট ছাদে পাতা হয়।
Advertisement
কয়েক বছর অন্তর অন্তর এই শিট বদলাতে হয়। সেই কাজ করার সময়ই তাপ দিতে গিয়ে আগুন লেগে যায় ভোডাফোনের কিয়স্কে। এই ঘটনার পর নবান্ন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মোবাইল টাওয়ারের কিয়স্ক নীচে নামিয়ে আনা হবে।
Advertisement



