• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রোহিতের বিশ্বাস

আশা করা গিয়েছিল বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে হার্দিক বল করবে কিন্তু তিনি বল করলেন না। এই ব্যাপারে রোহিত বলেন, আমরা হার্দিককে কিছুটা সময় দিচ্ছি।

রোহিত শর্মা (Photo: IANS)

আইপিএল শেষ হওয়ার তিনি জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বোলিং করবেন। কিন্তু হার্দিককে প্র্যাকটিস ম্যাচে বোলিং করতে দেখা যায়নি। আশা করা গিয়েছিল বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে হার্দিক বল করবে কিন্তু তিনি বল করলেন না।

এই ব্যাপারে রোহিত বলেন, আমরা হার্দিককে কিছুটা সময় দিচ্ছি। ওকে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য যতটা সময়ের প্রয়োজন আমরা দিচ্ছি। ও বোলিং নেটে প্র্যাকটিস করছে। আমরা আশা করছি হার্দিক খুব শীঘ্রই বোলিং করবে। এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে হার্দিককে আপনারা বোলিং করতে দেখতে পাবেন।

Advertisement

আমরা হার্দিককে নিয়ে অতিরিক্ত কোনও ঝুঁকি নিতে চাইছি না। ও যতটা তাড়াতাড়ি ফিট হয়ে যাবে ততটাই আমাদের পক্ষে ভালো দিক। এবং ও আরও ফিট হলে আমাদেরই প্লাস পয়েন্ট।’

Advertisement

Advertisement