• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পিজিএ’র সদস্য প্রিয়াঙ্কা

প্রডিউসার গিল্ড অফ আমেরিকা ( পিজিএ )'র সদস্য হলেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পিজিএ'র তরফে টুইট করে ঘােষণা করা হয়।

প্রিয়াঙ্কা চোপড়া (Photo: Twitter | @priyankafiles)

প্রডিউসার গিল্ড অফ আমেরিকা ( পিজিএ )’র সদস্য হলেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পিজিএ’র তরফে টুইট করে ঘােষণা করা হয়, অভিনেত্রী, গায়িকা, প্রযােজক প্রিয়াঙ্কা চোপড়াকে প্রডিউসারস গিল্ডে স্বাগত।

তার নাম ১৪ টি সিনেমায় প্রডিউসার ক্রেডিটে রয়েছে। এছাড়াও দ্য হােয়াইট টাইগার ছবিতে তিনি এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Advertisement

অভিনেত্রী ও প্রযােজক হওয়ার পাশাপাশি তিনি পিজিএ’র সদস্য হওয়ায় আনন্দিত এই বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহুর্তে পিজিএ’র ৮০০০ জন সদস্য রয়েছেন। স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে নন ফিকশন, ডকুমেন্টারি , অ্যানিমেশন সহ নিউ মিডিয়া সেক্টরের লােকজন এই সংগঠনের সদস্য।

Advertisement

Advertisement