• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গুজবে কান দেবেন না, আমি সুস্থ রয়েছি জানালেন পেলে স্বয়ং

দু'দিন আগেই হাসপাতালে গিয়েছিলেন নিয়মমাফিক চেকআপের জন্য। আর খবর ছড়িয়ে যায় ফুটবল সম্রাট পেলে নাকি অসুস্থ হয়ে পড়েছেন সেজন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।

পেলে (Xinhua/Rahel Patrasso/IANS)

দু’দিন আগেই হাসপাতালে গিয়েছিলেন নিয়মমাফিক চেকআপের জন্য। আর খবর ছড়িয়ে যায় ফুটবল সম্রাট পেলে নাকি অসুস্থ হয়ে পড়েছেন সেজন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। ব্রাজিলের প্রচারমাধ্যমে এমন খবরটা ভাইরাল হয়ে যায়।

পেলে নাকি গুরুতর অসুস্থ এবং জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন। সেই সঙ্গে যােগ করা হয়েছে, অবস্থা এতটাই গুরুতর, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

তবে ভুয়ো খবর রটে যাওয়ার পর এই ঘটনায় জল ঢেলে পুরাে ব্যাপারটা সকলের সামনে আনলেন স্বয়ং পেলে নিজেই। কিছুই হয়নি আমার। দিব্যি সুস্থ রয়েছি। যা রটেছে পুরােটাই গুজব। মােটেই আমি অজ্ঞান হয়ে যায়নি। সবাইকে জানাতে চাই, বেশ ভাল আছি এখন।

Advertisement

হ্যাঁ, পুরােপুরি সুস্থও আমি। তবে হাসপাতালে গিয়েছিলাম। সেটা আমি নিয়মমাফিক শুধু পরীক্ষার জন্য। তার মধ্যে নতুনত্ব কিছুই নেই। এই পরীক্ষার ব্যাপারটা এতদিন করা সম্ভব হচ্ছি না শুধুই করােনার জন্য। এখন সম্ভব হয়েছে তাই হাসপাতালে গিয়েছিলাম।

Advertisement