ভালাে ছন্দের মধ্যে নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভালাে পারফরমেন্স করে দেখাতে পারছেন না। আর তার জের এবার এসে পড়ল র্যাঙ্কিংয়ে তবে অন্যদিকে বিরাট কোহলির ফর্ম ভালাে না থাকলেও, রােহিত ছন্দের মধ্যে রয়েছেন।
সেখানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিরাটকে টপকে গেলেন রােহিত। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যাঙ্কিংয়ে বিরাটকে টপকে পঞ্চমস্থানে উঠে এলেন রােহিত শর্মা এবং বিরাট এখন ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে।
Advertisement
পাশাপাশি চলতি ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজে ভালাে পারফরমেন্স করে দেখানাের ফলে দীর্ঘ ছয় বছর বাদে শীর্ষস্থানে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জোয়ে রুট। বােলারদের তালিকায় রবিচন্দন অশ্বিন দ্বিতীয়স্থানে রয়েছেন। এবং যশপ্রীত বুমরা দশমস্থানে রয়েছেন। ইংল্যান্ডের মাটিতে একটা ম্যাচ না খেলেও অশ্বিন বােলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানটি ধরে রাখলেন।
Advertisement
Advertisement



