মহারাষ্ট্র রাজ্যের ভান্ডারা জেলায় একজনও করােনা রােগী নেই। গােটা রাজ্যে কোভিড মুক্ত জেলা এই ভান্ডারা। গত শুক্রবার একজন করােনা রােগীকে সুস্থ করে পাঠিয়েছে তারা। জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীর যৌথ প্রয়াসে এই সাফল্য।
করােনা রােগীদের ট্রেসিং, টেস্টিং এবং ট্রিটমেন্ট এই ত্রিপলা কর্মসূচিতেই মিলেছে এই সাফল্য টি বলে জানা গেছে। ভান্ডারা জেলায় গালা বারুক গ্রামে গত বছর ২৭ এপ্রিল করােনা পজিটিভ রােগীর সন্ধান মিলেছিল।
Advertisement
চলতি বছরের ১২ এপ্রিল ১৫৯৬ জন করােনা পজিটিভ আসে এই জেলায়। চলতি বছরের ১৮ এপ্রিল সক্রিয় রােগীর সংখ্যা ১২৮৪৭ জন। গত বছর ১২ জুলাই ১ জনের মৃত্যু ঘটে। চলতি বছরের ১ মে সর্বাধিক মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩৫-এ।
Advertisement
এই জেলায় সর্বমােট ১১৩৩ জন মারা গেছেন করােনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়ে। সুস্থতার হার গত ১৯ এপ্রিল দাঁড়িয়েছিল ৬২.৫৮ % তে। যা বর্তমানে ৯৮.১১ % মত।
Advertisement



