বলিউডের চর্চিত তারকা দম্পতির মধ্যে আরবাজ খান ও মালাইকা অরােরা প্রায়শই পেজ থ্রিতে জায়গা করে নিতেন।তাদের বিবাহিত জীবনের আয়ু ১৯ বছর।বিবাহ বিচ্ছেদের অনেক আগে থেকেই তাদের দাম্পত্যের ভাঙনের খবর প্রকাশ্যে চলে এসেছিল।তবে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে আরবাজ বা মালাইকা কখনই মুখ খােলেননি।সম্প্রতি একটি ম্যাগাজিনে প্রকাশিত খবর বলছে আরবাজ খান এবং মালাইকা অরােরা দু’জনেই নিজেদের নতুন সম্পর্ক নিয়ে খুশি রয়েছেন।জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ প্রেম করছেন।এ নিয়ে কোনও রাখঢাক করেননি তিনি।অন্যদিকে,মালাইকা অরােরা অর্জুন কাপুরের সঙ্গে বেশ ভালােই আছেন।একসঙ্গে দু’জনেই বহু অনুষ্ঠানে যাচ্ছেন।তবে কবে বিয়ে করছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।মালাইকা অরােরা এবং আরবাজ খানের মধ্যে বিবাহ বিচ্ছেদের পিছনে অর্জুন কাপুরের হাত রয়েছে বলে জানা গেছিল।তবে আরবাজ কখনই মুখ খােলেননি এই বিষয়টি নিয়ে।ওই ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন,‘উপর থেকে সব কিছু ঠিকমনে হলেও ভিতরে ভিতরে আসলে সব কিছু গুঁড়িয়ে গেছিল।এমন অনেক সময় হয় সম্পর্ক টিকে থাকে না।এক্ষেত্রে দু’জনকেই নিজেদের জীবন আবার গুছিয়ে নিতে হয়।
Advertisement
Advertisement



