মণিকা বাত্রাকে শােকজ করল সর্ব ভারতীয় টেবিল টেনিস সংস্থা। বুধবার কার্যকরী কার্যকরী কমিটির আলােচনায় এই তারকার বিরুদ্ধে এমনই পদক্ষেপ নেওয়া হল। মণিকার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার কারণ একটাই তিনি টোকিও অলিম্পিকে জাতীয় দলের প্রধান কোচ সৌম্যদীপ রায়কে উপেক্ষা ও অপমান করেছিলেন।
কেন তিনি জাতীয় দলের কোচকে অপমান করেছিলেন, সেই বিষয়ে আগামী দশদিনের মধ্যে মণিকাকে লিখিত জবাব দিতে হবে বলে জানানাে হয়েছে। তার জবাব সন্তোষজনক হলে এবারের মতন অল্প কিছু শাস্তির মুখে পড়ে বেঁচে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



