মানসিক অবসাদের জন্য চলতি টোকিও’র অলিম্পিকের আসর থেকে একের পর এক ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন আমেরিকার জিমন্যাস্ট সিমমানে বাইলস। রিও অলিম্পিকের আসর থেকে একাধিক পদক জয়ী এই জিমন্যাস্টের দিকে সকলের নজর ছিল।
আর প্রত্যাশা মতন ফ্লোরে নিজের যােগ্যতা প্রমাণ করে ব্রোঞ্জ পদক জয় করলেন মঙ্গলবার। আগের সবকটি ইভেন্ট থেকে নাম তুলে নেওয়ার পর এদিন মহিলাদের ব্যক্তিগত বিমের ফাইনালে নেমেছিলেন বাইলস। তিনি তৃতীয়স্থানে থেকে খেলা শেষ করেন।
Advertisement
এই বিভাগে সােনা পান চিনের গুয়ান চেনছেন। রুপাে জয় করেন চিরেই প্রতিযােগি তাং জিজিং। তার পরিস্থিতি বােঝার চেষ্টা করেছিল। তবে তিনি প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন ইভেন্টে নামবেন। কিন্তু তারপরেও নিজের নাম তুলে নিয়েছিলেন ইভেন্ট থেকে।
Advertisement
অবশেষে সােমবার আমেরিকার জিমন্যাস্ট সংস্থার পক্ষ থেকে জানানাে হয়েছিল, মঙ্গলবার তিনি নামবেন। আর সেটাই সত্যি হল এবং তিনি ব্রোঞ্জ পদকও জয় করলেন।
Advertisement



