• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘চাঁদ সা রােশন চেহরা’

অনুষ্কার রূপে মােহিত স্বামী বিরাট, আর তা প্রকাশের জন্য তিনি রীতিমতাে গান গাইলেন। সম্প্রতি একটি কমার্শিয়ালে অনুষ্কা-বিরাট জুটিকে দেখা গেছে।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি (Photo: Instagram/@anushkasharma)

অনুষ্কার রূপে মােহিত স্বামী বিরাট, আর তা প্রকাশের জন্য তিনি রীতিমতাে গান গাইলেন। সম্প্রতি একটি কমার্শিয়ালে অনুষ্কা-বিরাট জুটিকে দেখা গেছে। দুই তারকা দম্পতি যখন একসঙ্গে কোনও প্রোগ্রামে আসেন তখন ভক্তদের জন্য একটা বড় পাওনা হয়ে থাকে।

কমার্শিয়াল অ্যাডে গােলাপি রঙা পােশাকে অনুদাকে দেখে বিরাট ইয়ে। ‘চাঁদ সা রােশন চেহরা’ গানটা গান। তাদের দুজনকে একসঙ্গে ড্যান্স করতে দেখা গেছে। ওই কমার্শিয়াল অ্যাডের প্রােমাে রিলিজের পর থেকেই ফ্যানেদের বার্তায় উপচে পড়েছে সােশ্যাল মিডিয়া।

Advertisement

Advertisement

Advertisement